পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, সেনাবাহিনী আমাদের কাছে পুলিশ চেয়েছিল। আমরা সে অনুযায়ী পুলিশ পাঠিয়েছি। তবে রোববার সন্ধ্যা ৭টা পর্যন্ত এ সংক্রান্ত বিষয়ে সেনাবাহিনী কোনো জব্দ তালিকা পুলিশের কাছে দেয়নি। এ ঘটনায় থানায় কোনো তথ্য নথিভুক্ত হয়নি। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ওই বছরের ১ সেপ্টেম্বর পুরান ঢাকার বংশাল এলাকা থেকে হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়। তিনি বিভিন্ন মামলায় বর্তমানে কারাবন্দী। জানা গেছে, ১২তলা বিশিষ্ট গুলশান আরা মাসুদা টাওয়ারের নিচতলায় বিশেষভাবে টিনশেড দিয়ে ঘেরা একটি আলাদা রুম তৈরি করা হয়েছিল। সেখানে কয়েক কোটি টাকা দামের গাড়িগুলো লুকিয়ে রাখা হয়। দুপুরের দিকে সেনাবাহিনী ও পুলিশ বাড়িটি ঘিরে রাখে। এরপর আন্ডারগ্রাউন্ডে অভিযান পরিচালনা করা হয়। আন্ডারগ্রাউন্ডের টিনশেড কক্ষে ৬টি গাড়ি দেখতে পায় যৌথবাহিনী। গাড়িগুলোর...