২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭ পিএম খাগড়াছড়িতে সশস্ত্র হামলার ঘটনায় ৪ জন নিহত এবং একজন মেজরসহ ১৩ জন সেনা সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে ঢাকার বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে মহাষষ্ঠীর সায়ংকালের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “খাগড়াছড়ির ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ইতোমধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পার্বত্য উপদেষ্টা ঘটনাস্থলে অবস্থান করছেন এবং পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।” এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শান্তি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিএনপি সরকারে গেলে ১ কোটি যুবকের কর্মসংস্থান করবে: প্রিন্স বাঘাইছড়িতে রক্ষা কালি...