এতে স্থানীয় শিক্ষক রাকিবুল ইসলাম ও জান্নাতুল মাওয়া দম্পতিসহ ছয় কৃষক পরিবারের ২৮ জন সদস্য ঘরে বন্দি হয়ে পড়েছেন। একটি ভিডিওতে দেখা যায়, দেশীয় অস্ত্র নিয়ে জোর করে ওই শিক্ষক দম্পতির বাড়ির সামনে বেড়া দেওয়া হয়েছে। আর এ জায়গা দখলের অভিযোগ ইটালী ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জলিল, আওয়ামী লীগ কর্মী গিয়াস উদ্দিন ও যুবলীগের সদস্য রুবেল হোসেনের বিরুদ্ধে। রোববার দুপুর ১টায় সাতপুকুরিয়া গ্রামে গিয়ে দেখা যায়, একটি বাড়ির সামনে বাঁশ ও টিন দিয়ে বেড়া সাঁটিয়ে সেখানে পায়চারী করছেন আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। আর বেড়ার অপরদিকে এক শিক্ষক দম্পতি ও পাঁচজন শিশুসহ কয়েকজন নারী-পুরুষ বারান্দায় বসে আছেন। শিশুদের চোখের ভাষাই বলে দিচ্ছে তাদের খেলাধুলা ও বিদ্যালয়ে যাওয়া জন্য বাহিরে বের হয়ে বন্ধ হয়ে গেছে। শিক্ষক দম্পতি...