চালক, সুপারভাইজার ও সহকারীদের বিভিন্ন সুযোগ-সুবিধার দাবি-দাওয়াকে কেন্দ্র করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে দূরপাল্লার বাস চলাচল এখনো বন্ধ আছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) চতুর্থ দিনের মতো বাস বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। তবে এ নিয়ে আগামীকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) শ্রমিক ও মালিকপক্ষের বৈঠক হবে। বৈঠকে দুপক্ষের মধ্যে আলোচনার পর বাস চলাচল শুরু হতে পারে। বাস মালিকদের অভিযোগ, শ্রমিকদের বেতন-ভাতা সম্প্রতি বাড়ানো হলেও তারা আবার নতুন ‘অযৌক্তিক’ কিছু দাবি সামনে এনেছেন। তাদের এই দাবির সঙ্গে একমত হতে না পেরে গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টা থেকে দূরপাল্লার বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেন তারা। তবে এই সময়ে শুধু একতা ট্রান্সপোর্ট ও কয়েকটি লোকাল রুটের বাস চলাচল করছে।আরো পড়ুন:তিন দিন দূরপাল্লার বাস বন্ধে রাজশাহীতে যাত্রীদের ভোগান্তিদূরপাল্লার বাস বন্ধে ভোগান্তিতে চাঁপাইনবাবগঞ্জের যাত্রীরা...