প্রতিবেশীরা তাদের দুই শিশুকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সন্ধ্যা ৭টার সময় দুই শিশুকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। রায়পুরের হায়দরগঞ্জ এলাকায় পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) আবুল কালাম আজাদ ঘটনাস্থলে পৌঁছে দুই লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে ও কোনো মামলা করা হয়নি। লক্ষ্মীপুরের রায়পুরে একই বাড়ির দুই চাচাতো বোন পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মান্নান জানান, রোববার দুপুর ৩টার সময় (২৮ সেপ্টেম্বর) চরআবাবিল ইউনিয়নের উদমারা গ্রামের ইদ্রিস মিয়া মাতাব্বরের নাতি প্রবাসী নুরনবি মাতাব্বরের মেয়ে সাবিয়া আক্তার (৯) এবং একই বাড়ির ব্যবসায়ী রহমান মাতাব্বরের মেয়ে...