এশিয়াকাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবার ভারত-পাকিস্তান ফাইনাল। দুবাইতে ফাইনালে টস জিতে বোলিং নেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। টস হেরে ব্যাট করতে নামলেও শুরুটা ভালো করে পাকিস্তান। পাওয়ার প্লের ছয় ওভারে কোন উইকেট হারায়নি, উদ্বোধনী জুটিতে ওঠে ৮৪ রান। তবে পাকিস্তান শেষ ৯ উইকেট হারিয়েছে মাত্র ৩৩ রানে। ০, ৮, ১, ৬, ০, ০, ৬, ১- পাকিস্তানের শেষ আট ব্যাটসম্যানের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি! পাকিস্তান ১৯.১ ওভারে ১৪৬ রানে অলআউট হয়। কুলদীপ যাদব ৩০ রানে নেন ৪ উইকেট। হার্দিক পান্ডিয়া একাদশে নেই। ফলে ফাইনালের শুরুতে বোলিংয়ে আসেন আরেক পেস বোলিং অলরাউন্ডার শিবম দুবে। ভারত-পাকিস্তানের আগের দুই ম্যাচের মতো আজ ফাইনালেও বুমরার ওপর চড়াও হন পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান। তার করা ইনিংসের চতুর্থ ওভারে একটি করে চার ও ছক্কা মারেন। পাকিস্তান...