শনিবার বিকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে রবিবার তাদের আদালের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপরদিকে রিসোর্ট পরিচালনার বৈধ কাগজপত্র না থাকায় ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম। শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম বলেন, রিসোর্টের মালিককে পাওয়া যায়নি। পরে মালিকের অনুপস্থিতিতে রিসোর্ট কর্তৃপক্ষের কাছ থেকে জরিমানার টাকা আদায় করা হয়। রিসোর্ট পরিচালনার বৈধ কাগজপত্র না থাকায় রির্সোটকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা (এসআই) বলেন ওই মডেল দুজনের নামে মামলা করেছে। পরে নানা পরিস্তিতি বিবেচনা করে রির্সোটে অভিযান চালিয়ে কর্মকর্তাদের আটক করা হয়েছে। রির্সোটের বৈধ কাগজপত্রও ঝামেলা ছিল। মামলার আসামিরা ধরা না পড়লেও অন্যরা আটক হয়েছেন। বিষয়টি গণমাধ্যমে বেশি...