খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ ও এর প্রতিবাদকারীদের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত পাহাড়ি শিক্ষার্থীরা। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্যারিস রোডে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা- ‘এক দেশ দুই নীতি, মানি না মানবো না’, ‘আমার বোন ধর্ষিত কেন, প্রশাসন জবাব চাই’, ‘পাহাড়ে আগুন কেন প্রশাসন জবাব চাই’, ‘তনু থেকে কল্পনা, খুন-গুম-ধর্ষণ আর না’, ‘সারা দেশে নারী নিপীড়ন বন্ধ করা’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই’ প্রভৃতি স্লোগান ও লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, তাদের সঙ্গে অন্য কোনো জাতিগোষ্ঠীর রক্তের...