খাগড়াছড়ি গুইমারায় গুলিতে তিনজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ আরও দুজনের অবস্থা গুরুতর। চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আহসান হাবিব পলাশ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কার গুলিতে কীভাবে মারা গেছে, সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। খাগড়াছড়ি জেলা সদরের হিমঘরে ২০ থেকে ২৫ বছর বয়সী তিন পুরুষের মৃতদেহ আনার বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের। জানা গেছে, পুলিশি পাহারায় মৃতদেহগুলো আনা হয়েছে। সিভিল সার্জন জানান, আগামীকাল সোমবার সকালে ময়নাতদন্ত করা হবে। এ ছাড়া গুইমারার ঘটনায় আরও তিনজন চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে একজন গুলিবিদ্ধ। পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, রোববার (২৮ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জেলার গুইমারায় ১৪৪ ধারা ভেঙে অবরোধের সমর্থনে বিক্ষোভ সমাবেশ করাকে কেন্দ্র ঘরে সেনাবাহিনীর সঙ্গে পিকেটারদের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ সময়...