১২.৪ ওভারের সময়ে পাকিস্তানের রান ১ উইকেটে ১১৩। ওই এক উইকেটও দুর্দান্ত ব্যাটিংয়ে ফিফটি করা সাহিবজাদা ফারহানের না হয়ে অন্য ওপেনার ফাখার জামানের হলেই বরং বেশি খুশি হতো পাকিস্তান। দশম ওভারে ফারহান আউট হয়ে গেলেও অন্য প্রান্তে ফাখার টিকে ছিলেন, কিন্তু তাঁর ব্যাটিংয়ে ‘গ্রেইস মার্ক দিয়ে’ও বড়জোর ওয়ানডে-গতির বলা যায়, টি-টোয়েন্টিসুলভ বলা যায় না। তবু টিকে তো ছিলেন! পাকিস্তানের হাতে উইকেট ছিল, পাকিস্তান তখন ১৮০-২০০ রানের কথাও ভাবতে পারছিল। কিন্তু এশিয়া কাপের ফাইনালে আজ দুবাইয়ে ওই সময় পর্যন্ত পাকিস্তান যদি সেডান কারে করে ছুটতে থাকে, এরপর তাদের ঠেলাগাড়িতে উঠিয়ে দিয়েছে ভারত! এমনই অবস্থা যে, শেষ পর্যন্ত ২০ ওভারের পুরোটাই আর ব্যাটিং করা হয়নি পাকিস্তানের। ১৯.১ ওভারে অলআউট হয়ে গেছে মাত্র ১৪৬ রানে! দুবাইয়ের পিচে আগে ব্যাটিংয়ের সময়ে যখন বল কিছুটা...