রাজশাহীর গোদাগাড়ীতে মরদেহ সৎকার করতে যাওয়ার পথে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে পবা উপজেলার হরিপুর বেড়পাড়া গ্রাম সংলগ্ন পদ্মা নদীতে হরেন সাহা (৬৫) নামে একজনের লাশ ভাসতে দেখা যায়। পরে তা উদ্ধার করা হয়। বিকালে গোদাগাড়ী উপজেলার খারিজাগাতি সংলগ্ন নদী থেকে দিলীপ (৩২) নামে আরেকজনের লাশ পাওয়া যায়। দিলীপের বাড়ি গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রামে। আর হরেন সাহার বাড়ি ডুমুরিয়া গ্রামে। এর আগে, গতকাল সকালে জিতেন মণ্ডল (৬০) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছিল। জিতেন মণ্ডল কাঁঠালবাড়িয়া গ্রামের বাসিন্দা। এ নিয়ে নৌকাডুবির ঘটনায় তিনজনের মৃত্যু হলো। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার প্রেমতলী এলাকার পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে। প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাকসুদুর রহমান বলেন, ‘‘শনিবার সকালে প্রায় ২০-২৫ জন ব্যক্তি...