শারজায় আগামী ২, ৩ ও ৫ অক্টোবর অনুষ্ঠেয় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস ইনজুরির কারণে মাঠের বাইরে থাকায় দলকে নেতৃত্ব দেবেন জাকের আলী অনিক। এশিয়া কাপে চোট পাওয়ার পর এখনও সুস্থ হয়ে উঠতে পারেননি লিটন। জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান জানিয়েছেন, সাইড স্ট্রেইনে এশিয়া কাপে শেষে দুই ম্যাচে লিটনকে পাওয়া যায়নি। এমআরআই স্ক্যানে দেখা গেছে, বাঁ পাশের অ্যাবডোমিনাল মাংসপেশিতে গ্রেড-১ স্ট্রেইন ধরা পড়েছে। তিনি পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন এবং আফগানিস্তানের বিপক্ষে সিরিজে তাকে পাওয়া যাবে না। এশিয়া কাপ খেলা বাংলাদেশ দলটিতে একমাত্র পরিবর্তন হিসেবে ফিরেছেন অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার। ২০১৫ সালে টি-টোয়েন্টিতে অভিষেকের পর ৮৭ ম্যাচে ১৪৬২ রান করেছেন সৌম্য। সর্বশেষ গেল বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে...