আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘মব সহিংসতা’ পরিস্থিতি জটিল করে তুলতে পারে বলে নির্বাচন কমিশনকে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। যে ‘ভয়াবহ পরিস্থিতিতে’ বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নিয়েছে, তাতে গতানুগতিক নির্বাচন করলে কী হবে তা ‘অনুমেয়’-এমন আশঙ্কা করে তারা বলেন, আগামীতে যে কোনো সময় মব সৃষ্টির শঙ্কা রয়েছে। এ জন্য তারা সতর্ক থাকার তাগিদ দিয়েছেন। এয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে গতকাল প্রথমবারের মত অংশীজনদের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংলাপ শেষে নাগরিক সমাজের প্রতিনিধিরা তাদের পরামর্শ রেখেছেন। নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এ সংলাপে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এতে চার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ ও ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।...