টি-টোয়েন্টির দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে স্মরণীয় জয় তুলে নিয়েছে নেপাল। শারজাহতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে গতকাল শনিবার প্রথমটিতে ১৯ রানে জিতে নেপাল। তারা ১৪৮ রানের পুঁজি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে ১২৯ রানে আটকে দেয়। আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে যে কোনো সংস্করণে নেপালের প্রথম জয় এটিই। সেটাও এলো আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে এশিয়ার এই উঠতি ক্রিকেট শক্তির প্রথম দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ম্যাচেই। সিরিজটিকে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ উল্লেখ করেছিল ‘ঐতিহাসিক’ সিরিজ হিসেবে। যেখানে শুরুতেই অঘটনের শিকার হলো ক্যারিবিয়ানরা। অনেকটা নতুন চেহারার ওয়েস্ট ইন্ডিজ দলকে প্রথমবার নেতৃত্ব দিচ্ছেন স্পিনার আকিল হোসেন। প্রথম ম্যাচে অভিষেক হয়েছে চার জনের। এতে অবশ্য নেপালের অর্জন কমছে না একটুও। ঐতিহাসিক এই জয় পেল তারা বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল’র হাত ধরে। দলকে সামনে...