আজ রোববার সকালে শিশুটিকে সমাজসেবা অধিদপ্তরের জিম্মায় দেওয়া হয় বলে জানান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম । তিনি বলেন, শনিবার রাত দশটার দিকে কাশীপুর ইউনিয়নের শান্তিনগর এলাকার স্থানীয়দের সহযোগিতায় ঘরের তালা ভেঙে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। পরে শিশুটির শারীরিক রুগ্ন অবস্থার কারণে তাকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয় । তবে, এই ঘটনার পর থেকে শিশুটির পিতা মো. সোহেল পলাতক রয়েছেন বলেও জানান ওসি । সোহেল ওই এলাকার প্রয়াত মোমেন আলীর ছেলে । পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, দুই বছর আগে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর শিশুটি তার মায়ের কাছে ছিল। কয়েক মাস আগে জোর করে শিশুটিকে নিজের কাছে এনে রাখেন সোহেল। কিন্তু ‘মাদকাসক্ত’ সোহেল সন্তানের দেখভাল করতো না। খাবারের জন্য কান্নাকাটি করলে মারধর করতো এবং বাইরে...