২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫০ পিএম ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে মোট ১০ হাজার ৬৪৪ জন উত্তীর্ণ হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) এই ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর আগে, গত ১৯ সেপ্টেম্বর ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরের ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারে আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী। ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী ক্যাডার শূন্য পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। নন-ক্যাডার পদ রয়েছে ২০১টি; অর্থাৎ ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেয়া হবে। এবারের বিসিএসে কয়েকটি নতুন পদও যোগ হয়েছে। বিএনপি সরকারে গেলে ১ কোটি যুবকের কর্মসংস্থান করবে: প্রিন্স বাঘাইছড়িতে রক্ষা কালি মন্দির পরিদর্শন, অসহায় পরিবারের পাশে বিজিবি জোন...