২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৩ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৩ পিএম কানাডার মন্ট্রিয়লে অবস্থিত আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থায় (আইসিএও) সউদী আরবের প্রতিনিধিত্বকারী প্রথম নারী কর্মকর্তা হওয়ার গৌরব লাভ করলেন মারিয়াম আকরাম। এই অর্জনকে জাতীয় সক্ষমতাকে কাজে লাগানো, দেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা এবং আইসিএও (আইসিএও)-এর মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থাগুলিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে যুব সমাজের ক্ষমতায়নের প্রতি সউদী আরবের প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। আকরামের বিদেশ থেকে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে পেশাগত যাত্রা শুরু হয়। অভিজ্ঞতা লাভের পর তিনি সউদী আরবের বেসামরিক বিমান চলাচল সাধারণ কর্তৃপক্ষে (জিএসিএ) যোগদান করেন। ইরানি এই নারী পাঁচ বছর ধরে আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন, আন্তর্জাতিক সম্পর্ক থেকে শুরু করে চুক্তি পরিচালনার মতো গুরুত্বপূর্ণ সব পদে দায়িত্ব পালন করেছেন। অবশেষে তাকে আন্তর্জাতিক সংস্থা ও...