চট্টগ্রাম:মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে কাজ করে আসছে। বিএনপির রাজনীতি কোনো ধর্মের ভিত্তিতে বিভেদ বা ঘৃণার সৃষ্টি করে না।বিএনপি নেতাকর্মীরা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের পাশে রয়েছে। ধর্মীয় পরিচয়ে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি।সংখ্যালঘু বা সংখ্যাগুরু, দলমত বা ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাষ্ট্র ও সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নগরের এনায়েত বাজার গোয়ালপাড়া এলাকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান ও ভবিষ্যৎ বাংলাদেশের জন্য একটি নিরাপদ দেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে আসন্ন জাতীয় নির্বাচন একটি বিশাল সুযোগ।...