রোববার (২৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ কথা বলেন। এদিন সন্ধ্যায় আলোচিত-সমালোচিত ক্রিকেটার সাকিব পতিত স্বৈরাচার হাসিনার সঙ্গে তার একটি ছবি পোস্ট করে ইংরেজিতে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘শুভ জন্মদিন আপা’। এই পোস্টেরই স্ক্রিনশট যুক্ত করে সাবরিনা তার পোস্টে বলেন, ‘আমার ভাই সৈকত ক্রিকেট খেলতে অনেক ভালোবাসতো! ছোট থেকেই তার ইচ্ছা ছিলো বড় হয়ে ক্রিকেটার হবে! কিন্তু সাধারণ মধ্যবিত্ত পরিবারের বাবা মায়ের কাছে আসলে এই চাওয়াগুলো বেশি বেশি, তাই আর আমার ভাইয়ের ক্রিকেটার হওয়া হলো না!’ ‘এই ক্রিকেট খেলা নিয়ে কত যে মাইর-বকা খাইসে বাসায়! একবার রেজাল্ট খারাপ করসিলো বলে ওর ক্রিকেট ব্যাটও উঠায়ে রাখা হইসিলো! বাংলাদেশের মানুষের কাছে, ছোট ছোট ছেলে-মেয়ের কাছে, বাচ্চাদের কাছে, ক্রিকেট মানেই সাকিব! আমাদের সাকিব-আল-হাসান! আমার ভাই সাকিব বলতে অজ্ঞান ছিল! আমার...