ক্রেতা দর্শনার্থীদের আগ্রহ বিবেচনায় ঢাকায় ‘বছরের সবচেয়ে বড়’ সনি পণ্যের প্রদর্শনী সনি এক্সপো ২০২৫-এর সময় বাড়ল দুই দিন। রোববার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সনি-স্মার্টের জনসংযোগ প্রতিষ্ঠান উইন্ডো মিডিয়া লিমিটেড এ খবর জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সনি-স্মার্টের উদ্যোগে শুক্রবার সকাল থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলছে জাপানের সনি পণ্যের প্রদর্শনী। শুক্র ও শনিবার দুই দিন মেলায় ছিল দর্শনার্থী ও ক্রেতাদের ‘উপচে পড়া ভিড়। ‘অনেকেই’ প্রদর্শনীর সময় বাড়ানোর দাবি জানান। সে কারণে সোমবার রাত পর্যন্ত এক্সপো চালু রাখার সিদ্ধান্ত নেওয়ার কথা বলছে সনি-স্মার্ট কর্তৃপক্ষ। সোমবারও সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে সনি এক্সপো। সনি-স্মার্টের মহাব্যবস্থাপক ও হেড অব সেলস সারোয়ার জাহান চোধুরী জানান, "আমাদের সম্মানিত পেশাজীবী ক্রেতা ও দর্শনার্থীদের অনেকেই ফোন ও ইনবক্সে ছুটির দিনে ঢাকার বাইরে থাকায়...