রাজনৈতিক ডামাডোলের মধ্য দিয়ে যাওয়া গত বছরের জুলাই ও অগাস্টের চেয়ে চলতি অর্থবছরের একই সময়ে বিদেশি ঋণের অর্থছাড়ের পরিমাণ বৃদ্ধির তথ্য দিয়েছে সরকার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ— ইআরডি তাদের ওয়েবসাইটে রোববার যে হালনাগাদ তথ্য প্রকাশ করেছে, তাতে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বিদেশি ঋণ ছাড় হয়েছে ৭৫ কোটি ডলার। গত অর্থবছরের জুলাই-অগাস্টে ছাড় হয় ৪৫ কোটি ৮২ লাখ ডলার। কোটা সংস্কার আন্দোলনের উত্তাল সময়ে দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে স্থবিরতার মধ্যে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাসে বিদেশি অর্থ ছাড় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কমে যায় ৩৮ শতাংশ। চলতি অর্থবছরের এসে তাই বড় উল্লম্ফন দেখা গেল। সাধারণত অর্থছাড়ের তুলনায় ঋণ পরিশোধের পরিমাণ কম থাকে। ২০২৩-২৪ ও তার আগের অর্থবছরগুলোতে সেই চিত্রই দেখা গেছে। কিন্তু গত অর্থবছরের প্রথম মাস থেকে বিপরীতে প্রবণতা দেখা দেয়। তবে...