তার ভিডিওটি দ্রুতই ভাইরাল হয়ে পড়ে। এ নিয়ে সামাজিক মাধ্যমে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই মাহির সমালোচনা করে ‘অতিরিক্ত অধিকারবোধ’ দেখানোর অভিযোগ তোলেন। কেউ কেউ আবার মনে করছেন, এই ধরনের ক্রাউডফান্ডিং এখন আধুনিক যুগের এক নতুন প্রবণতা। একজন মন্তব্য করেছেন, ফোন স্ক্রল করতে করতে যারা এমন ভিডিও দেখছেন, তারা সত্যিই এক, দুই রূপি পাঠাবেন। অন্য একজন বিদ্রূপ করে লিখেছেন, এরপর হয়তো মন্টে কার্লোতে চার বেডরুমের বিলাসবহুল ফ্ল্যাটের জন্য টাকা পাঠানোর আবদার করবে! এদিকে, মাহি সিংয়ের পক্ষে দাঁড়ানোর লোকও পাওয়া...