এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অশান্ত হয়ে উঠেছে পার্বত্য জেলা খাগড়াছড়ি। প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও পরিস্থিতি শান্ত হয়নি। বরং রোববার (২৮ সেপ্টেম্বর) গুইমারা উপজেলায় গুলিতে তিনজনের প্রাণহানির কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এমন অপ্রীতিকর পরিস্থিতি দেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলকিপার মিতুল মারমা সামাজিক মাধ্যম ফেসবুকে আবেগঘন এক পোস্ট করেছেন। রাঙামাটি থেকে উঠে আসা এই ফুটবলার লিখেছেন, ‘(খাগড়াছড়িতে) যে অশান্তি সৃষ্টি হয়েছে, তা কোনোভাবেই কাম্য নয়। সুন্দর সম্প্রীতির পাহাড় আজ অশান্ত দাবানলে জ্বলছে। অথচ সত্য হলো, আমরা সবাই বাংলাদেশের নাগরিক—এই দেশ আমার, আপনার, সবার। শুধু পাহাড় নয়, পুরো দেশেই আমরা ধর্ষণ, সহিংসতা, মারামারি কিংবা কোনও অন্যায় চাই না।’ বর্তমানে আবাহনীতে খেলা এই গোলকিপার আরও লিখেন, ‘আমরা চাই না অশান্তি। আমরা চাই ন্যায়বিচার, শান্তি আর নিরাপদ বাংলাদেশ। আসুন, ধর্ষণ প্রতিরোধে ঐক্যবদ্ধ...