রোববার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দ্বিপ্ত মাগুরা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী। সে শহরের আবালপুর গ্রামের বাসিন্দা। দ্বিপ্ত মেটানীপাড়ায় মা'র সঙ্গে বসবাস করত। তার পিতা প্রবাসে কানাডায় কর্মরত। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রিজের রেলিংয়ের কাছে দাঁড়িয়ে নিজের ছবি তুলছিল দ্বিপ্ত। হঠাৎই পা পিছলে নিচে পড়ে যায় সে। নদীতে তখন প্রবল স্রোত থাকায় সে দ্রুতই ভেসে যায় এবং তাকে আর খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে মাগুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল। উদ্ধার অভিযানে সহযোগিতা করছে মাগুরা সদর থানা পুলিশও। তবে দুর্ঘটনার সময় হঠাৎ করে এলাকায় বিদ্যুৎ চলে যাওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা। অন্ধকার ও নদীর স্রোতের কারণে অভিযান জটিল হয়ে পড়ে।...