ডায়াবেটিক রেটিনোপ্যাথি রোগে স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি এড়াতে ডায়াবেটিস রোগীদের স্ক্রিনিংয়ের আওতা বাড়ানোর তাগিদ এসেছে এক সেমিনারে। বিশ্ব রেটিনা দিবস উপলক্ষে রোববার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘ব্রিজিং পলিসি, টাস্ক শিফটিং অ্যান্ড ইনোভেশন: ট্যাকলিং ডায়াবেটিক রেটিনোপ্যাথি ইন বাংলাদেশ’ শীর্ষক এ সেমিনার হয়। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং রোশ বাংলাদেশের যৌথ আয়োজনে এ সেমিনারে নীতি-নির্ধারক, স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞ, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। সেমিনারে জানানো হয়, ডায়াবেটিক রেটিনোপ্যাথি হল চোখের একটি রোগ, যেখানে ডায়াবেটিসের কারণে রেটিনার ক্ষতি হয়। বাংলাদেশে ১ কোটি ৩০ লাখ মানুষ ডায়াবেটিস আক্রান্ত। তাদের মধ্যে ১৮ লাখ মানুষ ভুগছেন ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে। এর বাইরেও একটা বড় অংশ রয়ে গেছেন শনাক্তের বাইরে। সময়মত শনাক্ত না হলে চিকিৎসা শুরু করা যায় না, এতে স্থায়ীভাবে অন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।...