গাজার গণহত্যায় ইসরায়েলের সমর্থন এবং জার্মান সরকারের নীরবতার প্রতিবাদে বার্লিনে বিক্ষোভ করেছে লাখো মানুষ। স্থানীয় সময় শনিবার (২৭ সেপ্টেম্বর) প্রতিবাদকারীরা বার্লিনের সিটি হল থেকে গ্রোসার স্টার্ন পর্যন্ত মিছিল করেছে। এই বৃহৎ বিক্ষোভের আয়োজন করেছিল প্রায় ৫০টি গ্রুপের একটি বড় জোট, যার মধ্যে ফিলিস্তিনপন্থী সংগঠন, মেডিকো ইন্টারন্যাশনাল, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং বিরোধী লেফ্ট পার্টি অন্তর্ভুক্ত। ‘All eyes on Gaza – Stop the genocide’ শীর্ষক এই গণবিক্ষোভের আয়োজকরা জার্মান সরকারের জন্য ‘ইসরায়েলের গণহত্যায় সহমর্মিতা বন্ধের’ দাবি জানান। তারা আরও দাবি করেছে, ইসরায়েলের সঙ্গে সব ধরনের সামরিক সহযোগিতা বন্ধ করতে হবে। এরমধ্যে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সামরিক সরঞ্জামের আমদানি, রফতানি ও পরিবহন অন্তর্ভুক্ত। ‘ইসরায়েলি সরকারের কার্যক্রম বহু সময় ধরেই বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সংস্থাগুলো দ্বারা গণহত্যা হিসেবে বর্ণিত হয়েছে এবং আন্তর্জাতিক আদালত বিষয়টি তদন্ত করছে।...