শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতৃবৃন্দ সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছে।রোববার (২৮ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত এ সাক্ষাতে পূজা নিরাপত্তা ছাড়াও সাম্য হত্যাকাণ্ড, তোফাজ্জল হত্যাকাণ্ড, পাহাড়ি অস্থিরতা ও ক্যাম্পাস-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।সাক্ষাৎ শেষে ডাকসু ভিপি আবু সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদ সাংবাদিকদের সামনে এক প্রেস ব্রিফিংয়ে আলোচনার মূল দিকগুলো তুলে ধরেন।আলোচনায় ডাকসুর পক্ষ থেকে পূজামণ্ডপে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার, গোয়েন্দা কার্যক্রম তদারকি এবং বিশেষ ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।এছাড়া বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন জেলায় পূজামণ্ডপ নিয়ে শঙ্কা রয়েছে। পাশাপাশি, কয়েকটি স্থানে ভাঙচুরের ঘটনা ঘটায় এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির...