অবৈধভাবে সরকারি সুবিধা ও চাঁদা না পাওয়ায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় ভাংচুরের অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বায়েজিদ আহম্মেদ কালু ও তার সহযোগীদের বিরুদ্ধে। ভাংচুর শেষে সরকারি মালামাল নিয়ে যায় তারা। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত ) কামাল পাশা বাদী হয়ে রাঙ্গাবালী থানায় মামলা করেছেন। তবে এখন পর্যন্ত কোন আসামী গ্রেপ্তার হয়নি। পরিষদের সেবা প্রদানের কম্পিউটার ও দুইটি অফিস কক্ষ ভাংচুর করায় নাগরিক সেবা থেকে বঞ্চিত এ ইউনিয়নের মানুষ। এদিকে হামলার প্রতিবাদ জানিয়ে গতকাল শনিবার বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠে বিক্ষোভ কর্মসূচী ও মানববন্ধন করেছে এলাকাবাসী। ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে নানা শ্রেণী পেশার কয়েকশত মানুষ অংশ নেন। পরে বিক্ষোভ করেন তারা। বক্তারা বলেন, চিহ্নিত সন্ত্রাসী, মামলাবাজ ও ভূমিদস্যু বায়েজিদ আহম্মেদ কালুর নেতৃত্বে তার বাহিনী ইউনিয়ন পরিষদ...