খুলনা বিভাগের পরিচালক পদের জন্য আব্দুর রাজ্জাকের ফরম কেনা ছিল চমক দেওয়া খবর। প্রিসাইডিং অফিসারের কাছ থেকে ফরম সংগ্রহের ছবি ফেসবুকে পোস্ট হওয়ার পরও মনে করা হচ্ছিল ডামিপ্রার্থী করা হচ্ছে। খোঁজ নিতেই জানা গেল রাজ্জাকের পরিচালক হওয়া নিশ্চিত। নির্বাচক পদও ছেড়ে দিয়েছেন ততক্ষণে। রাজ্জাকের খুলনা থেকে পরিচালক হবেন দুজন। মোহাম্মদ জুলফিকার আলি খান হতে পারেন দ্বিতীয়জন। যদিও খুলনা থেকে তিনজন ফরম কিনেছেন। রাজ্জাক বলতে পারছেন না কে সেই তৃতীয় ব্যক্তি। খোঁজ নিয়ে জানা গেছে, সেই রহস্যমানবের ফরম নির্বাচন কমিশনে জমা পড়েনি। কারণ তিনি সমর্থক বা প্রস্তাবক জোগাড় করতে পারেননি। সেদিক থেকে বলা যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন রাজ্জাক। ক্যাটাগরি-১ তথা সাতটি বিভাগে নির্বাচন হওয়ার সম্ভাবনা কম। সরকার মনোনীত প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করার উদ্যোগ নেওয়া হতে পারে। ১৫ দিন আগে...