২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৫ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৬ পিএম বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রবিবার বিকেল ৫টার দিকে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বাসায় চিকিৎসাধীন ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রসঙ্গত, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘ দিন ধরে বিছানায় শয্যাশায়ী রফিকুল ইসলাম মিয়া। মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়াসহ নানা রোগে আক্রান্ত ৭৬ বছর বয়সী বিএনপির এই নেতা। তিনি কুমিল্লা-৩ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১-৯৬ সালের বিএনপি সরকারের গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ছিলেন। বিএনপির আন্তর্জাতিক সম্পাদক খোকনের বহিষ্কারের...