২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৯ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৯ পিএম শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট নওয়াব আলী আব্বাছ খান। দেশের চিরাচরিত সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে, গণতন্ত্রকে এগিয়ে নিতে কুলাউড়াবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব হলো দুর্গাপূজা। প্রতি বছরের ন্যায় এ বছরও কুলাউড়ায় ২১৫ মণ্ডপসহ সারাদেশে যথাযথ উৎসাহ-উদ্দীপনা, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং বিভিন্ন অনুষ্ঠানাদির মধ্য দিয়ে সাড়ম্বরে দুর্গাপূজা উদযাপিত হবে। সাবেক এমপি বলেন, “আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার সুনিশ্চিত করা হয়েছে। এবারের পূজা নিয়ে ভয় বা আতঙ্কিত হওয়ার কিছু নেই। দুর্গাপূজা কেবল ধর্মীয় উৎসব নয়, সামাজিক উৎসবও। দুর্গোৎসব উপলক্ষে ধর্ম-বর্ণ নির্বিশেষে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন, পাড়া-প্রতিবেশী একত্রিত হন, মিলিত হন আনন্দ-উৎসবে।...