দিনাজপুরের ঘোড়াঘাটে ডুগডুগি এলএসডি খাদ্য গুদামের প্রায় পৌনে দুই কোটি টাকার সরকারি চাল ও বস্তা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ চারজনকে আসামি করা হয়। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুর দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন বাদী হয়ে এই মামলাটি করেন। মামলা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন দুদক দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. নুর আলম। মামলার আসামিরা হলেন- ডুগডুগি এলএসডির উপপরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (বর্তমানে সাময়িক বরখাস্ত) মোছা. আনোয়ারা বেগম, ঘোড়াঘাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইউনুস আলী মন্ডল, নিরাপত্তা প্রহরী (বর্তমানে সাময়িক বরখাস্ত) মো. মফিজুল ইসলাম ও শ্রমিক সর্দার মো. শাহিনুর আলম। মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজসে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রতারণা ও অপরাধমুলক বিশ্বাস ভঙ্গ করে গুদামের ১ কোটি ৭১ লাখ...