প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানের সময় বাড়াতে ছুটির ক্যালেন্ডারে পরিবর্তন আনা হচ্ছে। আগে যেখানে ৭৮ দিনের ছুটি ছিল, তা কমিয়ে এবার ৬০ দিনে নামিয়ে আনা হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবু নূর মো. শামসুজ্জামান। রোববার (২৮ সেপ্টেম্বর) সাতক্ষীরায় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ তথ্য জানান। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) কারিগরি সহযোগিতায় ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় জেলার ৪০ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অংশ নেন। আবু নূর মো. শামসুজ্জামান বলেন, দেশের স্কুলগুলো বছরে মাত্র ১৭৯ দিন খোলা থাকে। শিক্ষার্থীদের পাঠদানের সুযোগ বাড়াতে ছুটি কমানো হচ্ছে। এতে তারা আরও বেশি সময় ক্লাসে থাকতে পারবে। স্কুলের আশপাশে অস্বাস্থ্যকর খাবারের প্রসঙ্গে তিনি বলেন, প্রায় প্রতিটি স্কুলের চারপাশে ঝালমুড়ি, ফুচকা, চটপটি, আইসক্রিমের দোকান সারি সারি দেখা যায়। এসব খাবারে...