বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, বর্তমান নিয়মেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক, আর জামায়াতে ইসলামী যদি পারে, তাহলে ক্ষমতায় গিয়ে তারা আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু করুক। রোববার দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরায় স্থানীয় বিএনপি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মাহবুব উদ্দিন খোকন বলেন, আমাদের সঙ্গে অনেক রাজনৈতিক দল আন্দোলন-সংগ্রাম করেছে। গত ১৭ বছর আমরা আন্দোলনের মাঠে ছিলাম। এর আগে ৫ বছর আমরা ক্ষমতায় ছিলাম। জামায়াতের নেতারাও তখন মন্ত্রী ছিল। তখন পিআর পদ্ধতির দাবি করেননি কেন? তিনি বলেন, প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব কর্মসূচি আছে, ঘোষণাপত্র আছে, নির্বাচনি ইশতেহার আছে। পিআর জামায়াতের একটা কর্মসূচি হতে পারে। বিএনপির এই নেতা বলেন, সংবিধান সংশোধন না করলে পিআর পদ্ধতি বাস্তবায়ন করা যাবে না।...