খবর টি পড়েছেন :২২৯‘আমাদের নদী, আমাদের অস্তিত্ব’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে পরিবেশ ও জলবায়ু রক্ষাকারী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) শেরপুর জেলা শাখার আয়োজনে এবং ওয়াটার্স কিপার্স বাংলাদেশের সহযোগিতায় বিশ্ব নদী দিবস-২০২৫ পালন করা হয়েছে। এ উপলক্ষে ২৮ সেপ্টেম্বর রবিবার দুপুরে শহরের নিউমার্কেট এলাকায় মানববন্ধন ও প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।মানববন্ধনে সভাপতিত্ব করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) শেরপুর জেলা সমন্বয়কারী জিয়াউর রহমান মুন্না। বক্তব্য রাখেন বিশিষ্ট উন্নয়নকর্মী সোলায়মান আহমেদ, এপেক্স ক্লাব অব শেরপুরের প্রেসিডেন্ট সাংস্কৃতিক কর্মী এপে. মো. মমিনুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. আব্দুল মান্নান, আজকের তারুণ্যের সভাপতি রবিউল ইসলাম রতন, সেতু মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বুলবুল আহমেদ, নারী উদ্যোক্তা প্রীতি পারভিন প্রমুখ।বক্তারা বলেন, নদী মানেই জীবন, নদী মানেই সভ্যতা। বিশেষত বাংলাদেশের মতো নদীমাতৃক একটি অঞ্চলের...