অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া দক্ষিণি তারকা থালাপতি বিজয় এখন আলোচনায়। গতকাল শনিবার সন্ধ্যায় তামিলনাড়ুর কারুর জেলায় থালাপতি বিজয়ের সমাবেশে বিপুল লোকসমাগম হয়। একপর্যায়ে অতিরিক্ত গরম ও হুড়োহুড়িতে বিশৃঙ্খলা দেখা দেয়। এতে পদদলিত হয়ে ১৬ নারী, ৬ শিশুসহ ৩৯ জন মারা যান। আহত হন প্রায় ১০০ জন। রাজনীতিতে আসার আগে থেকেই দক্ষিণ ভারতের অন্যতম শীর্ষ তারকা বিজয়। ভারতের প্রথম ২০০ কোটি রুপি পারিশ্রমিক নেওয়া অভিনেতাও তিনি। ইন্ডিয়া ডটকম অবলম্বনে জেনে নেওয়া যাক বিজয় সম্পর্কে কিছু তথ্য। শাহরুখ খানের পরেই অবস্থানফরচুন ইন্ডিয়ার ২০২৪ সালের প্রতিবেদনে বলা হয়, ভারতের অগ্রিম করদাতাদের তালিকায় শাহরুখ খানের পরেই জায়গা করে নিয়েছিলেন বিজয়। শাহরুখ খান দিয়েছিলেন ৯২ কোটি রুপি, আর বিজয় দিয়েছেন ৮০ কোটি রুপি। কত সম্পদের মালিক বিজয়ফোর্বস ও অন্যান্য সূত্রের তথ্য অনুযায়ী, বিজয়ের সম্পদের...