নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত টেক্সটাইল খাতের কোম্পানি তাল্লু স্পিনিং মিলস লিমিটেড ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য আবারও কোনো লভ্যাংশ (ডিভিডেন্ড) ঘোষণা করেনি। প্রকাশিত আর্থিক তথ্যে দেখা গেছে, চলতি বছরে কোম্পানিটি ২৪ কোটি ৯৪ লাখ ৭১ হাজার টাকা নিট লোকসান করেছে। আগের অর্থবছরের লোকসানও ছিল কাছাকাছি, তবে এবার তা কিছুটা বেড়েছে। প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ২ টাকা ৭৯ পয়সায়, যা আগের বছরে ছিল ২ টাকা ৭০ পয়সা। এ সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য নেমে এসেছে ১৩ টাকা ৩৪ পয়সায়, যেখানে আগের বছর এটি ছিল ১৬ টাকা ১৪ পয়সা। একই সঙ্গে শেয়ারপ্রতি কার্যকর নগদ প্রবাহ হয়েছে ঋণাত্মক ৩ পয়সা, যা গত বছর সামান্য ধনাত্মক ছিল। এদিকে কোম্পানির ৩৬তম বার্ষিক সাধারণ সভা আগামী ১২ নভেম্বর...