ভারতের ক্রিকেট প্রশাসনে নতুন অধ্যায় শুরু হলো। সাবেক দিল্লি অধিনায়ক মিথুন মানহাস ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের ৩৭তম নির্বাচিত সভাপতি হলেন। রোববার (২৮ সেপ্টেম্বর) ভারতীয় ক্রিকেট দল যখন এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে, তার আগেই মুম্বাইয়ে বোর্ডের ৯৪তম বার্ষিক সাধারণ সভায় মিথুন মানহাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। রজার বিনির পদত্যাগের পর আগস্ট থেকে সভাপতি পদ শূন্য ছিল। সে সময় অন্তর্বর্তী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিসিসিআই ভাইস-প্রেসিডেন্ট রাজীব শুক্লা। তিনি পুরনো দায়িত্বেই বহাল আছেন। দেবজিত শাইকিয়া থাকছেন বোর্ডের সচিব পদে। নতুন কমিটিতে আরও একজন সাবেক ক্রিকেটার জায়গা পেয়েছেন। ভারতের সাবেক স্পিনার রঘুরাম ভাট বিসিসিআইয়ের নতুন কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি ২০২২ থেকে ২০২৫ পর্যন্ত কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। সভাপতি নির্বাচিত হওয়ার পর মিথুন মানহাস বলেন, ‘বিশ্বের...