ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার ৭৯তম জন্মদিন আজ রোববার। তার জন্মদিন উপলক্ষে এদিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ‘দ্য রেড জুলাই’ নামে একটি সংগঠন ব্যতিক্রম কর্মসূচির আয়োজন করে। হাসিনার জন্মদিনকে ইতিহাসের ঘৃণ্য দিন হিসেবে আখ্যা দিয়ে সংগঠনটির কর্মীরা তার ছবিতে জুতা নিক্ষেপ করে এবং কেক কেটে কুকুরকে খাওয়ান। এ সময় তারা ‘শুভ শুভ শুভদিন, খুনি হাসিনার জন্মদিন’, ‘খুনি হাসিনার দুই গালে, জুতা মারো তালে তালে’— এমন নানা স্লোগান দেন। পরে কেক কেটে কুকুরকে খাওয়ানো হয়। এর আগে রাজু ভাস্কর্যের পাদদেশে শেখ হাসিনার ছবিতে জুতা নিক্ষেপ করা হয়। কর্মসূচি উদযাপনকারীরা বলেন, আজ স্বৈরাচারী সরকার খুনি হাসিনার জন্মদিন ছিল। বিগত শাসন আমলে আমরা দেখতাম প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজের হলে হলে ছাত্রলীগ ও আওয়ামী লীগের দালালরা শিক্ষার্থীদের বাধ্য করে এ...