সবারই স্কুল জীবনের অনেক ধরনের ঘটনা থাকে। বড় হলে সেসব স্মৃতির পাতায় ঠাঁই নেয়। সেরকম স্মৃতি রয়েছে বলিউড ভাইজান সালমান খানেরও। এক সহপাঠীকে মারধর করার অভিযোগে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। সম্প্রতি এ অভিনেতার শৈশবের এমন এক ঘটনা প্রকাশ্যে এসেছে। বলিউডে সালমানকে নিয়ে একটা কথা প্রচললিত রয়েছে- তার মতো বন্ধু পেলে নাকি জীবন সার্থক। আবার তার সঙ্গে শত্রুতা করলেও হাড়ে হাড়ে ফল পেতে হয় নাকি। শোনা যায়, ছোটবেলাতেও নাকি মেজাজ হারিয়ে সহপাঠীকে মারধর করেছিলেন সালমান। এ বিষয়ে তিনি জানান, তাকে স্কুল কর্তৃপক্ষ সম্পূর্ণ ভুল বুঝেছিলেন। এই সাক্ষাৎকারে সালমান ও আমির খান একসঙ্গে উপস্থিত ছিলেন। দুজনের বন্ধুত্বের কথা বলিউডে সবারই কম-বেশি জানা। শৈশবেও তারা একই স্কুলে পড়াশোনা করেছিলেন। কিন্তু পরস্পরকে চিনতেন না। সালমান বলেন, ‘আমরা একই স্কুলে পড়েছি। কিন্তু...