বাংলাদেশ ব্যাংক রবিবার (২৮ সেপ্টেম্বর) দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে একটি নতুন নির্দেশনা পাঠিয়েছে। যেখানে বলা হয়েছে, একই সময়ে তিনটির বেশি ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য হিসেবে কোনও ইসলামিক স্কলার নিয়োগ পেতে পারবেন না। নির্দেশনার মধ্যে আরও বলা হয়েছে, এই পদে মনোনীত ব্যক্তিকে অবশ্যই ইসলামিক বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। একজন সদস্যকে প্রতি মাসে ২৫ হাজার টাকা সম্মানী এবং প্রতি সভায় উপস্থিতির জন্য সর্বোচ্চ ৮ হাজার টাকা দেওয়া হবে। ব্যাংকের পরিচালনা পর্ষদ এই কমিটির সদস্য নিয়োগ ও অপসারণের একমাত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান। দেশে বর্তমানে ১০টি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক রয়েছে। এছাড়া প্রচলিত ধারার ১৭টি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং উইন্ডো বা শাখা রয়েছে। সব ব্যাংকের জন্যই শরিয়াহ সুপারভাইজরি কমিটি থাকা বাধ্যতামূলক। বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, এই কমিটি ব্যাংকের শরিয়াহ নীতি প্রণয়ন ও...