ভিয়েতনামে উপকূলে আঘাত হানতে যাচ্ছে সুপার টাইফুন ‘বুয়ালয়’। বুয়ালয় ভয়াবহতা থেকে রক্ষা পেতে ইতোমধ্যে দুই লাখ ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। এ কাজে সহায়তার জন্য সারাদেশে এক লাখের বেশি সেনা মোতায়েন করেছে সরকার। পাশাপাশি চারটি অভ্যন্তরীণ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ রাতেই এটি উপকূলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ জানায়, চলতি বছর ভিয়েতনামে আঘাত হানা দশম টাইফুন হচ্ছে এই ‘বুয়ালয়’। বর্তমানে এটি সাগরে অবস্থান করছে এবং ঘূর্ণিঝড়টির বাতাসের গতি ঘণ্টায় প্রায় ১৩০ কিলোমিটার (৮০ মাইল)। আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, ঝড়টি অস্বাভাবিক গতিতে এগিয়ে আসছে-সাধারণের তুলনায় প্রায় দ্বিগুণ। এর তীব্রতা ও বিস্তৃত প্রভাব একসাথে ভয়াবহ ঝুঁকি তৈরি করতে পারে। আশঙ্কা...