জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর হামলা, আবাসিক হলে অস্ত্র রাখার অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ ৫৪ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। সম্প্রতি শাবিপ্রবির ২৩৭তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।আরো পড়ুন:জামায়াত নেতার প্রতিষ্ঠানে হামলার অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধেনিউইয়র্কে আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় আটক ১ জামায়াত নেতার প্রতিষ্ঠানে হামলার অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নিউইয়র্কে আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় আটক ১ শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সজিবুর রহমানসহ ১৯ জনকে আজীবনের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বের দিয়েছে প্রশাসন। বাকিদের মধ্যে আটজনকে চার সেমিস্টার, একজনকে তিন সেমিস্টার, ১১ জনকে দুই সেমিস্টার এবং ১৫ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সভায় আট শিক্ষার্থীকে সতর্ক করে দেওয়া হয়েছে। অজীবন...