২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৯ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৯ পিএম কমিটি বাণিজ্য ও স্বজনপ্রীতির অভিযোগে বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের বহিষ্কার চেয়েছে বিএনপি পরিবার যুক্তরাষ্ট্র। শনিবার স্থানীয় সময় যুক্তরাষ্ট্র বিএনপি পরিবারের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র যুবদলের নেতা মাসুদ রানা বলেন, আনোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে আমাদের বেশ কিছু অভিযোগ আছে। আমরা এখানে বেশ কিছু জায়গায় নানা অনুষ্ঠানের আয়োজন করেছি। কিন্তু আনোয়ার হোসেন খোকন দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি স্বজনপ্রীতি, আত্মীয়করণ, অর্থ বাণিজ্য করেছেন। খোকন অর্থের বিনিময়ে অনেক অযোগ্য লোককে কমিটিতে জায়গা দিয়েছেন অভিযোগ করে তিনি আরও বলেন, যে কারণে তার সেই সেব নেতারা আজ এখানে ব্যর্থ। তার মিসগাইডের কারণে এখানে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। সংবাদ সম্মেলনে দলের স্বার্থে...