ঢাকা: রাশিয়ায় অনুষ্ঠিত ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের শিক্ষার্থীরা স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক জয় করেছে। স্বর্ণ পদক পেয়েছে মো. মখদুম আমিন ফাহিম (দশম শ্রেণি, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, যশোর)।রৌপ্য পদক পেয়েছে সপ্তর্ষি রহমান (এ লেভেল, হীড ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা) ও মো. রাদিত রাইয়ান (দ্বাদশ শ্রেণি, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা) এবং ব্রোঞ্জ পদক পেয়েছে মো. জুবায়ের হোসেন জিসান (অষ্টম শ্রেণি, রাজশাহী কলেজিয়েট স্কুল, রাজশাহী)। এছাড়া সম্মানসূচক স্বীকৃতি পেয়েছে সায়ন্তন রায় (নবম শ্রেণি, সাউথ হেরাল্ড ইংলিশ স্কুল, খুলনা)। সশরীর ও অনলাইন মিলিয়ে ২০টি দেশের ৯০ জন প্রতিযোগীর অংশ নেয় চতুর্থ ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে। প্রতিযোগিতায় ছয় সদস্যের বাংলাদেশ দল অংশগ্রহণ করে। রাশিয়ার শিক্ষা মন্ত্রণালয় ও সাইরাস এডুকেশন সেন্টারের (Sirius Education Center) উদ্যোগে আয়োজিত এ আন্তর্জাতিক আসরটি শুরু হয় গত ২১ সেপ্টেম্বর...