দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামী চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে সাইফ পাওয়ারটেক থেকে ৪১ কোটি ৭৫ লাখ টাকা ঘুষ গ্রহণ এবং আত্মসাতের অভিযোগে মামলা করেছে। রোববার দুদকের জেলা কার্যালয়, ঢাকা-১ এ কমিশনের উপসহকারী পরিচালক রুবেল হোসেন মামলাটি দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। মামলায় সাইফুজ্জামান চৌধুরী ছাড়াও তার স্ত্রী এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানকে আসামি করা হয়েছে। এছাড়া ইউসিবির সাবেক পরিচালক সৈয়দ কামরুজ্জামান, ইম্পেরিয়াল ট্রেডিং-এর স্বত্ত্বাধিকারী মো. আব্দুল আজীজ, ক্লাসিক ট্রেডিং-এর স্বত্ত্বাধিকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মডেল ট্রেডিং-এর স্বত্ত্বাধিকারী মোহাম্মদ মিছাবাহুল, ক্রিসেন্ট ট্রেডার্স-এর স্বত্ত্বাধিকারী সৈয়দ নুরুল ইসলাম এবং রেডিয়াস ট্রেডিং-এর স্বত্ত্বাধিকারী মো. ফরিদ উদ্দিনকে আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, “আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক...