সেপ্টেম্বরের প্রথম ২৭ দিনে রেমিট্যান্স প্রবাহে বছরওয়ারি ভিত্তিতে ১১ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এ সময়ে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৩৪২ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২৮ হাজার ৪৩৩ কোটি সাত লাখ ৪৪ হাজার ২০০ টাকা। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এটি গত বছরের একই সময়ের তুলনায় একটি উল্লেখযোগ্য বৃদ্ধি; তখন রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৯৪ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২৫ হাজার ৪৯৮ কোটি ৬৫ লাখ ২৪ হাজার টাকা। চলতি...