শেরপুর: ‘শুভ কাজে সবার পাশে’ এ প্রতিপাদ্য নিয়ে বসুন্ধরা শুভসংঘ নালিতাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে শিশু-কিশোরদের সাঁতার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেয় প্রায় ৪০ শিশু-কিশোর। প্রতি বছর এলাকায় বন্যার সময় শিশুমৃত্যুর ঘটনা ঘটে। এ বছরও পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এ প্রেক্ষাপটে এ প্রশিক্ষণ নেওয়া হয়েছে। এদিন শিশুদের পানিতে নামা, ভেসে থাকা ও মৌলিক সাঁতারের কৌশল শেখানো হয়। প্রশিক্ষণে অংশ নেওয়া শিশুরা ভয় কাটিয়ে আনন্দের সঙ্গে সাঁতার শেখে। এ উদ্যোগের প্রস্তাব দেন বসুন্ধরা শুভসংঘ নালিতাবাড়ী শাখার সহ-সভাপতি সায়মা। তিনি বলেন, আমরা চাই আমাদের এলাকার কোনো শিশু যেন পানিতে ডুবে প্রাণ না হারায়। তাই শিশু-কিশোরদের সাঁতার শেখানোর পরিকল্পনা করি এবং আজ তা সফলভাবে বাস্তবায়ন হলো। সভাপতি তোকির আহমেদ তানজিল বলেন,...