পাকিস্তানকে ‘বিশ্ব সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল’ হিসেবে আখ্যা দিয়েছেন ভারতের পরাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে দেওয়া বক্তব্যে এই আখ্যা দেন তিনি।, জয়শঙ্কর বলেন, বিশ্বের বড় বড় সন্ত্রাসী হামলার সূত্র এক দেশেই গিয়ে মেলে। সম্প্রতি কাশ্মীরের পহেলগাম হামলার উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে ও এই ঘটনার সাথেও পাকিস্তানের যোগসূত্র স্পষ্ট। তিনি বলেন, যখন কোনো রাষ্ট্র প্রকাশ্যে সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতি হিসেবে ঘোষণা করে, যখন শিল্পকারখানার মতো সন্ত্রাসের আস্তানা চালানো হয়, যখন সন্ত্রাসীদের নায়ক বানানো হয়- তখন এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিঃসন্দেহে কঠোর অবস্থান নিতে হবে। ভারতের স্বাধীনতার পর থেকেই দেশটি এই চ্যালেঞ্জ মোকাবিলা করছে বলে উল্লেখ করেন তিনি। বলেন, দশকের পর দশক ধরে বিশ্বের বড় সন্ত্রাসী হামলার ছাপ সেই এক দেশেই মেলে।...