এশিয়া কাপের ফাইনালে ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে উড়ন্ত সূচনার পরও খেই হারিয়ে ফেলেছে পাকিস্তান ক্রিকেট দল। ৯.৪ ওভারে ৮৪ রান করা পাকিস্তান এরপর মাত্র ৩৩ বলের ব্যবধানে ৫০ রান তুলতেই ৮ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। ইনিংসের শুরুতে ব্যাটিং তাণ্ডব চালান ওপেনার শাহিবজাদা ফারহান। পাকিস্তানের এই তরুণ ওপেনার ৩৫ বলে ফিফটি হাঁকান। ৯.৪ ওভারে দলীয় ৮৪ রানে সাজঘরে ফেরার আগে ৩৮ বলে ৫টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ৫৭ রান করেন। তার ব্যাটিং তাণ্ডবের কারণেই উড়ন্ত সূচনা পায় পাকিস্তান। ফখর জামানের সঙ্গে ৫৮ বলে ৮৪ রানের জুটি গড়েন ফারহান। বরুণ চক্রবর্তীর আগের বলে ছক্কা হাঁকিয়ে পরের বলেও বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচে পরিনত হন ফারহান। এরপর পাকিস্তানের ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মিছিলে অংশ নেন। দলীয় ১১৩ রানে কুলদীপ যাদবের বলে ক্যাচ...